বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লিদের প্রশংসায় বাংলাদেশ

বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লিদের প্রশংসায় বাংলাদেশ

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিনে ৭২টি দেশের দুই হাজার ১০০ মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। বিদেশি অতিথিরা ইজতেমার সুশৃঙ্খল পরিবেশ ও বাংলাদেশের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমা ময়দানে বিদেশি খিত্তায় গিয়ে তাদের অভিজ্ঞতা জানা যায়।

ভারতের মধ্যপ্রদেশের আহমেদ নূর প্রথমবার ইজতেমায় এসেছেন। তিনি বলেন, ‘ইজতেমার পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। বাংলাদেশের মানুষ খুব ভালো।’

কিরগিস্তানের নাগরিক ইস্কান্দার বলেন, ‘আল্লাহর নৈকট্য লাভের জন্য এখানে এসেছি। সার্বিক ব্যবস্থাপনা খুব সুন্দর।’

পাকিস্তানের পেশোয়ারের সাহাব খান বলেন, ‘আমি সাত মাসের জামাতে অন্তর্ভুক্ত হয়েছি। চার মাস পাকিস্তানে দাওয়াতি কাজ করেছি, তিন মাস ধরে বাংলাদেশে আছি। এ দেশের মানুষ আমাদের চেয়েও ভালো। দেশে ফিরে এখানকার আতিথেয়তার কথা সবাইকে বলব।’

সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নাদিম জানান, ‘প্রতিবারই ইজতেমার সময় দেশে আসার চেষ্টা করি। এখানে এসে আল্লাহর ধ্যানে জিকির-আজগার করতে ভালো লাগে। তবে সব পক্ষ এক হলে আরও ভালো লাগত।’

ইন্দোনেশিয়ার নাগরিক মোহাম্মদ আরিফ বলেন, ‘৪০ দিনের চিল্লা শেষ করে ইজতেমায় এসেছি। বাংলাদেশ অসাধারণ।’

বিদেশি মুসল্লিরা ইজতেমার সুন্দর পরিবেশ ও বাংলাদেশিদের আন্তরিকতার প্রশংসা করেছেন। তারা মনে করেন, এটি ইসলামের প্রচার ও আত্মশুদ্ধির এক মহান আয়োজন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )