বিপিএল ফাইনালে বরিশালের সামনে চিটাগং নাকি খুলনা

বিপিএল ফাইনালে বরিশালের সামনে চিটাগং নাকি খুলনা

বিপিএল ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কে হবে—খুলনা টাইগার্স নাকি চিটাগং কিংস? এই প্রশ্নের উত্তর মিলবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, খুলনা ও চিটাগংয়ের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে।

প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরে গেলেও ফাইনালে উঠার সুযোগ রয়েছে চিটাগংয়ের সামনে। অন্যদিকে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে আসা খুলনা টাইগার্স আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

নাসুম আহমেদ বলেন, “আমাদের অবস্থা এমন ছিল যে, দুই ম্যাচ আগ থেকেই নকআউট খেলছি। সেরা চার আমাদের প্রথম লক্ষ্য ছিল, এখন ফাইনালে যাওয়ার চেষ্টা করব।”

চিটাগংও বরিশালের বিপক্ষে হারের আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিল, তবে টপ অর্ডারের ব্যর্থতা তাদের পিছিয়ে দেয়। বড় তারকা না নিয়ে নিজেদের স্কোয়াডের খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছে দলটি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, “যারা এত দিন খেলেছে, তারাই এখনো আছে। আমরা হুট করে পরিবর্তনে বিশ্বাস করি না।”

আজকের ম্যাচে মিঠুনরা নিজেদের শক্তি প্রমাণ করতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )