বিপিএলে সেরাদের পুরস্কার: কার হাতে কত টাকা উঠল?

বিপিএলে সেরাদের পুরস্কার: কার হাতে কত টাকা উঠল?

বিপিএলের ১১তম আসরের পর্দা নেমেছে। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফরচুন বরিশাল ৩ উইকেটে চিটাগং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফর্ম করা ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

সিরিজ-সেরা নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ১৪ ইনিংসে ৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন, যার অর্থমূল্য ১০ লাখ টাকা।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ২৯ বলে ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে দলকে শিরোপা এনে দেন তিনি। এই পারফরম্যান্সের জন্য তার হাতে উঠেছে ৫ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ। খুলনা টাইগার্সের এই ওপেনার এবারের বিপিএলে সর্বোচ্চ ৫১১ রান করেছেন, যেখানে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি। তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।

সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেসার ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন, যেখানে এক ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। সেরা বোলারের পুরস্কার হিসেবে তিনি ৫ লাখ টাকা পেয়েছেন।

টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে এই পুরস্কার জিতেছেন তিনি, পেয়েছেন ৩ লাখ টাকা।

সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার ৩৬টি ছক্কা মেরে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। এই কৃতিত্বের জন্য তার হাতে উঠেছে ৩ লাখ টাকা।

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে উজ্জ্বল ছিলেন সেরা পারফর্মাররা, যা বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )