বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানিগুলো

বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানিগুলো

দেশীয় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর—এখন থেকে তারা বিদেশে কোম্পানি গঠনের উদ্দেশ্যে বিনিয়োগ করতে পারবেন। এ সংক্রান্ত একটি পরিপত্র বৃহস্পতিবার (২৭ মার্চ) জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলো ১০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বিদেশে একটি মাত্র কোম্পানি গঠন করতে পারবে। এই অনুমোদন দেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর অধীনে।

এখন থেকে নিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান—উভয়েই নির্ধারিত শর্তে বিদেশে কোম্পানি গঠনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়, এই অনুমতির ক্ষেত্রে আবেদনকারীদের একটি উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা আন্তর্জাতিক বাজারে ব্যবসার সম্ভাবনা তৈরির পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ ও বৈদেশিক আয় আহরণের পথও তৈরি করবে।

এছাড়া, শুধুমাত্র নগদ অর্থ নয়—নিবাসী প্রতিষ্ঠানগুলো নিজেদের শেয়ার বা সিকিউরিটিজের বিনিময়ে বিদেশি কোম্পানির শেয়ারের সঙ্গে সোয়াপের মাধ্যমে বিনিয়োগ করতে পারবে। এই পদ্ধতিতে বিদেশে বিনিয়োগ করতে নগদ ডলারের প্রয়োজন হবে না।

তবে সোয়াপ অনুপাত হতে হবে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক বাজারে প্রবেশের নতুন দুয়ার খুলে দেবে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )