বিদিশার বিরুদ্ধে এরশাদের সম্পত্তি জবরদখলের অভিযোগ

বিদিশার বিরুদ্ধে এরশাদের সম্পত্তি জবরদখলের অভিযোগ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে জবরদখলের অভিযোগ তুলেছেন এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্যরা। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

তিনি জানান, এরশাদের মৃত্যুর পর তার তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশা সিদ্দিক এরশাদপুত্র এরিকের দেখভালের অজুহাতে এরশাদের ট্রাস্টকৃত সম্পত্তি দখল করেছেন।

অভিযোগের বিবরণ:
এরশাদ ট্রাস্টির আয় থেকে এরিকের খরচবাবদ প্রতি মাসে প্রায় তিন লাখ বিশ হাজার টাকা বরাদ্দ করা হয়। তবে কাজী মামুনুর রশীদের অভিযোগ, বিদিশা সিদ্দিক এরিকের ভরণ-পোষণের নামে ট্রাস্টি বোর্ডের ওপর মোটা অংকের অর্থের চাপ সৃষ্টি করছেন।

তিনি আরও বলেন, এরশাদ ট্রাস্টে বিদিশার কোনো অধিকার নেই। ২০১৯ সালের ৭ এপ্রিল একটি দলিলের মাধ্যমে এরশাদ তার সম্পত্তির বড় অংশ ট্রাস্টে দান করেন। এর আয়ে এরিকের ভরণ-পোষণ ও জনহিতকর কাজ করার কথা ছিল। তবে বিদিশা ট্রাস্টি বোর্ডের নির্দেশ উপেক্ষা করে বারিধারা প্রেসিডেন্ট পার্কের সম্পত্তিতে জোরপূর্বক বসবাস করছেন।

অন্যায় কর্মকাণ্ডের অভিযোগ:
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিদিশা প্রেসিডেন্ট পার্কে ঢোকার পর পুরোনো কর্মচারীদের বিদায় দিয়ে সেখানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। তার মধ্যে মদের জলসা এবং ক্ষমতাশীল ব্যক্তিদের নিয়ে বিভিন্ন আড্ডার উল্লেখ করা হয়।

ট্রাস্টি বোর্ডের দাবি, বিদিশা এরিককে জোরপূর্বক এসব কর্মকাণ্ডে জড়ানোরও চেষ্টা করেছেন। এ ছাড়া বিদিশা ওই আড্ডার ভিডিও ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার অভিযোগও আনা হয়েছে।

ট্রাস্টির আহ্বান:
সংবাদ সম্মেলনে উপস্থিত ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং সদস্য মনিরুজ্জামান টিটু বিষয়টি নিয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা প্রশাসনকে অনুরোধ করেছেন, এরশাদের রেখে যাওয়া সম্পত্তি রক্ষা ও এরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )