
বিজয় দিবসে প্যারেড বাতিল, নিরাপত্তায় আশ্বাস
বিজয় দিবসে প্যারেড বাতিল—এই ফোকাস কীওয়ার্ডকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না। তবে বিজয় দিবস ঘিরে নাশকতার শঙ্কা বা অস্থিরতার কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার মামলার রায় বা বিজয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই।”
তিনি আরও বলেন, গতবারের মতো বিজয় দিবসে প্যারেড বাতিল থাকছে এবারও। অন্যান্য সব কর্মসূচি স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে এবং আগের চেয়ে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।
সাংবাদিকের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো তার জানা নেই; তদন্তের পর এ বিষয়ে জানানো হবে।
উল্লেখযোগ্য যে, গত বছরও জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে বন্ধ রেখে আয়োজন করা হয়েছিল ‘বিজয় মেলা’।

