
বিচ্ছেদের পর ‘পাপমুক্তির’ আশায় ২০ লিটার দুধ দিয়ে যুবকের গোসল!
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ‘পাপমুক্তির’ আশায় ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন মো. হেলাল ফকির নামের এক যুবক। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (৮ এপ্রিল) বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে। হেলাল ফকির ওই গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে হেলাল বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের। হেলালের দাবি, তার স্ত্রী সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে সন্তানদের একজনকে রেখে বাবার বাড়িতে চলে যান।
এ বিষয়ে হেলাল বলেন, “পরিবারটা যেন না ভাঙে, সেই চেষ্টা করেছি। অনেক বুঝিয়েছি, সন্তানদের কথাও বলেছি। কিন্তু শেষ পর্যন্ত সে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর নিজেকে পাপমুক্ত করতে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করি।”
এ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।