বাড়তি সুবিধা না পেয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারত

বাড়তি সুবিধা না পেয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারত

বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে অনেক সুবিধা নিয়ে ভারত এখন বাড়তি সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে কোনো ধরনের বাড়াবাড়ি সহ্য করা হবে না।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি উল্লেখ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কঠোর। সিন্ডিকেট ভেঙে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেকোনো মূল্যে ঘুষ বন্ধ করতে হবে এবং অনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মব জাস্টিসের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।”

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের সত্য সংবাদ তুলে ধরার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে পুলিশের আইজি মো. বাহারুল আলম বলেন, “সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই।” খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিজিবি মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা হয়। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হয়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )