বাংলাবান্ধা দিয়ে আমদানিতে ১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ

বাংলাবান্ধা দিয়ে আমদানিতে ১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে সম্প্রতি ১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভৌগলিক অবস্থান ও চারদেশীয় সংযোগের কারণে এ বন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বন্দরটি দিয়ে বর্তমানে পাথরের পাশাপাশি পেঁয়াজ ও আতপ চাল আমদানি বাড়ছে। গত ১০ ডিসেম্বর মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যলয় নামের একটি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। একই প্রতিষ্ঠান ৭ ডিসেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে আরও ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে।

এ বন্দরটি দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মেট্রিক টন পাথর আমদানি করা হয়। এছাড়া মসুর ডাল, গম, আদা, চিটাগুড়সহ বিভিন্ন পণ্যের আমদানি ও পাট, ওষুধ, জুস, মোটরসাইকেলসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি হয়।

স্থলবন্দরটির মাধ্যমে গেল অর্থবছরে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি অর্থবছরে (২০২৪-২৫) রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা, যার মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত আয় হয়েছে ২০ কোটি ৩০ লাখ টাকা।

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পরিধি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়িক সম্ভাবনা বাড়ছে। পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে এ বন্দরের ভূমিকা ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )