বাংলাবান্ধা দিয়ে আমদানিতে ১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে সম্প্রতি ১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভৌগলিক অবস্থান ও চারদেশীয় সংযোগের কারণে এ বন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বন্দরটি দিয়ে বর্তমানে পাথরের পাশাপাশি পেঁয়াজ ও আতপ চাল আমদানি বাড়ছে। গত ১০ ডিসেম্বর মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যলয় নামের একটি প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। একই প্রতিষ্ঠান ৭ ডিসেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে আরও ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে।
এ বন্দরটি দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মেট্রিক টন পাথর আমদানি করা হয়। এছাড়া মসুর ডাল, গম, আদা, চিটাগুড়সহ বিভিন্ন পণ্যের আমদানি ও পাট, ওষুধ, জুস, মোটরসাইকেলসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি হয়।
স্থলবন্দরটির মাধ্যমে গেল অর্থবছরে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি অর্থবছরে (২০২৪-২৫) রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা, যার মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত আয় হয়েছে ২০ কোটি ৩০ লাখ টাকা।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পরিধি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়িক সম্ভাবনা বাড়ছে। পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে এ বন্দরের ভূমিকা ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।