
“বাংলাদেশে বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না” — ড. ইউনূস
বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশ নিতে ঢাকায় আসা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করতে নানা সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করেছি। এর আগে কখনো এতো অনুকূল পরিবেশ ছিল না।”
প্রধান উপদেষ্টা জানান, কোরিয়া ও চীনের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতিমাসে ‘প্রাতঃরাশ বৈঠক’ অনুষ্ঠিত হবে, যেখানে বিনিয়োগ সংক্রান্ত যেকোনো সমস্যা সরাসরি তুলে ধরা যাবে। এসব বৈঠকের আয়োজন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রয়োজনে তিনিও এতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
তিনি বলেন, “বিনিয়োগকারীদের সহায়তায় কল সেন্টার ও হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ এখানে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।”
বৈঠকে উপস্থিত ছিলেন অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, টেলিযোগাযোগ, আইটি সেবাসহ বিভিন্ন খাতের অন্তত ৩০ জন চীনা বিনিয়োগকারী। নেতৃত্ব দেন বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান।
ড. ইউনূস জানান, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
চীনা বিনিয়োগকারীরা চট্টগ্রামে ডেডিকেটেড চায়নিজ ইকোনমিক জোন ও মংলা বন্দরের আধুনিকায়নে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ইলেকট্রিক ভেহিকেল, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
এর আগে কোরিয়ান বিনিয়োগকারীদের একটি দলও ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।