বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়পুরহাটে হাডুডু খেলার আয়োজন

আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডুকে পুনরুজ্জীবিত করতে জয়পুরহাটের মীরগ্রামে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাডুডু খেলার আয়োজন করা হয়। শনিবার (১৯ অক্টোবর) সকালে জয়পুরহাটের ক্ষেতলাল শাখার আয়োজনে আমদই ইউনিয়নের মীরগ্রাম এলাকায় অনুষ্ঠিত এ খেলা শতাধিক মানুষ উপভোগ করেন।

৫০ মিনিটব্যাপী খেলা শেষে ৪৭/৪০ পয়েন্টে মীরগ্রাম পশ্চিম পাড়া দল বিজয়ী হয় এবং রানার আপ হয় মীরগ্রাম পূব পাড়া দল। বিজয়ী ও রানার আপ দলের টিম লিডারদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মোবাইল আসক্তি, মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে এবং জাতীয় খেলা হাডুডুর ঐতিহ্য টিকিয়ে রাখতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। খেলা উপভোগ করতে এলাকাজুড়ে প্রচার করা হয় এবং বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। বিশেষ করে শিশুদের মাঝে খেলার প্রতি ব্যাপক উৎসাহ দেখা যায়।

প্রবীণ দর্শক ফজলুর রহমান জানান, অনেক দিন পর হাডুডু খেলা দেখে তার ভালো লেগেছে এবং আয়োজকদের ধন্যবাদ জানান। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এই খেলার আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সভাপতি এম রাসেল আহমেদ।

 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )