বসুন্ধরা ফাউন্ডেশন: মাগুরায় বিনামূল্যে চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী

বসুন্ধরা ফাউন্ডেশন: মাগুরায় বিনামূল্যে চিকিৎসা পেল ৩ শতাধিক রোগী

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামের ৭৫ বছর বয়সী ছবুল বিশ্বাস চোখের চিকিৎসার জন্য বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে এসেছেন। বয়সের ভারে আগের মতো চলাফেরা করতে না পারা এই বৃদ্ধ জানান, টাকার অভাবে ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। বিনামূল্যে চিকিৎসা পেয়ে তিনি খুশি। বেলনগর গ্রামের আকরাম বিশ্বাস, ভুলু বেগম ও রুবি খাতুনসহ আরও অনেকে এই চিকিৎসা ক্যাম্পের সুফল পেয়েছেন।

ভুলু বেগম বলেন, “বয়স হলে দেখার কেউ থাকে না। বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা উপকৃত হয়েছি। আল্লাহ তাদের ভালো রাখুন।”

গতকাল শনিবার মাগুরার বেলনগর গ্রামের হাবিবুল বিশ্বাসের বাড়ির চত্বরে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে বসুন্ধরা ফাউন্ডেশন। ক্যাম্পে তিন শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্প পরিচালনায় অংশ নেয় আফরোজা বেগম জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ এবং আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার। সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি।

চিকিৎসা ক্যাম্পে ১৪ জন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের সেবা দেন। এখানে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, গাইনিকোলজি ও চক্ষুসেবা প্রদান করা হয়। রোগীদের ওষুধও দেওয়া হয়।

ক্যাম্প পরিদর্শন করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। তিনি বসুন্ধরা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান। আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাসিমুল হাই, বসুন্ধরা হাসপাতাল প্রকল্পের সমন্বয়ক মো. আশিকুর রহমান, বিডি ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ লোভনসহ অনেকে।

আয়োজকরা জানান, দেশের পিছিয়ে পড়া মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বসুন্ধরা ফাউন্ডেশনের এই উদ্যোগ। দেশের ৬৪ জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )