বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের জন্য বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে মানববন্ধন করেছেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বিভাগটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, গত ৮ অক্টোবর কলা অনুষদের ডিন স্বাক্ষরিত চিঠিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলার ২৩টি ও পঞ্চম তলার একটি কক্ষ বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু, কাগজে-কলমে বরাদ্দ পাওয়ার পরেও কক্ষগুলো ব্যবহার করতে পারছে না বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চারুকলা বিভাগের জন্য বরাদ্দকৃত ওই কক্ষগুলো নিজেদের দখলে নিয়ে ব্যবহার শুরু করেছে। কর্তৃপক্ষকে বিভিন্নভাবে জানানো সত্ত্বেও কোনো ফল না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘বরাদ্দকৃত কক্ষ বুঝিয়ে দিন,’ ‘আর নয় প্রতিশ্রুতি, এবার চাই বাস্তবায়ন,’ ‘শ্রেণিকক্ষ সংকট দূর হোক,’ ‘রোদ-বৃষ্টিতে ক্লাস পরীক্ষা চাই না,’ এবং ‘স্বাধীন এই বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )