বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন পেলেন আস সুন্নাহর অটোরিকশা
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জনকে অটোরিকশা বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২১ অক্টোবর) ফেনীর আলিয়া মাদরাসা মাঠে এই অটোরিকশা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদ উল্লাহ। তিনি জানান, সারাদেশে ১০০টি অটোরিকশা বিতরণের পরিকল্পনা রয়েছে এবং ফেনী থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেনীতে ৭৮ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে এবং বর্তমানে গৃহায়ন ও পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। এছাড়া, বিকেলে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুটি পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী ইকবাল হোসেন, হাফেজ কামরুল আহসানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
TAGS WordPress