বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক
বঙ্গবন্ধুর স্মরণে নির্মিত ভাস্কর্য ও ম্যুরাল স্থাপনের প্রকল্পে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশজুড়ে ভাস্কর্য ও ম্যুরাল নির্মাণের নামে সরকারি অর্থের অপচয় এবং তছরুপের অভিযোগ এসেছে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঠিকাদারদের মাধ্যমে অতিরিক্ত বিল দেওয়া, নিম্নমানের কাজ এবং আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে।
মুজিব কিল্লা প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। অভিযোগে বলা হয়েছে, প্রকল্প পরিচালকের মাধ্যমে অতিরিক্ত বিল অনুমোদন, গভীর নলকূপের বড় অংশ বিকল হওয়া এবং প্রকল্পের কাজে চরম অনিয়ম হয়েছে।
দুদক জানিয়েছে, এই প্রকল্পগুলোতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে এবং প্রকল্পগুলোর বাস্তবায়নে যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।