বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ ঘোষণা

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ ঘোষণা

দেশের খ্যাতনামা সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের জন্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

এই বছর ছয়টি ভিন্ন বিষয়ের জন্য ছয় জনকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’র সম্পাদক শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে প্রতিবছর সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করে আসছে।

সংগঠনের সভাপতি ইসলাম রফিক জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিন পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননাপত্র তুলে দেওয়া হবে।

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )