
বগুড়ায় দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন
বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে দেশের প্রথম মধুর হাটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) একাডেমীর আইসিটি ভবনে “বাংলাদেশে মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষাবিদরা। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট, নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা, ও মৌ-চাষীরা অংশগ্রহণ করেন।
ড. অলি উল্যা জানান, মধুর হাট প্রতি সোমবার আরডিএ-এর হোলসেল মার্কেটে বসবে, যেখানে কাঁচা মধু পাইকারি ক্রয় করে দেশের বড় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিগুলো প্রক্রিয়াজাত করবে। এতে বিদেশি মধুর ওপর নির্ভরশীলতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে খাঁটি মধু পাবে।