ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও মূল রয়ে গেছে: কাদের গণি চৌধুরী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, “দেশ থেকে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের মূল এখনও রয়ে গেছে। যদি এটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা না যায়, তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে না। কারণ, ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া মানে শত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা।”
শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ‘গণমাধ্যম ও ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “কারা ফ্যাসিবাদের দালাল তা আমরা জানি। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গিয়ে কোনো প্রশ্ন না নিয়ে শুধু প্রশংসা করতেন। মনে হতো, সংবাদ সম্মেলন যেন সংবর্ধনা অনুষ্ঠান। আমরা জুলাই-আগস্টের আন্দোলন ভুলে যাইনি। ফ্যাসিবাদের দালালদের সঙ্গে কোনো আপোষ করা হবে না।”
কাদের গণি চৌধুরী সাংবাদিকদের নিয়ে বলেন, “আমরা সংবাদমাধ্যম হতে পেরেছি, কিন্তু গণমাধ্যম হতে পারিনি। এখন বগলদাবা সাংবাদিকদের অভাব নেই, যারা ফ্যাসিবাদের কাছ থেকে সুযোগ নিয়েছে। সৎ সাংবাদিকরা কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করে না।”
সভায় অন্যান্য সাংবাদিকরাও বক্তব্য দেন এবং সদ্য প্রয়াত বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।