ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, মোটরবাইক ভাঙচুর

ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, মোটরবাইক ভাঙচুর

বরগুনার বেতাগীতে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের রানিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেতাগী সরকারি কলেজের এক ছাত্রীর ধূমপানরত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিটি হৃদয় নামের এক যুবক শেয়ার করলে, শফিক নামে আরেক যুবক সেটিতে মন্তব্য করেন। এ নিয়ে হৃদয় ও শফিকের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল।

সোমবার সন্ধ্যায় হৃদয়, রেদোয়ান, সাব্বির, ইমন ও মেহেদী রানিপুর বাজারে গেলে শফিকের সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে হৃদয়, শফিক, নাইম, রেদোয়ান ও সাব্বির আহত হন।

এ সময় হৃদয় গ্রুপের দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )