ফুটবলের ভেতরে মিলল ২ কেজি হেরোইন
রাজশাহীর গোদাগাড়ীতে একটি ফুটবলের ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন একটি জমিতে মাদক কারবারিরা ফুটবলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব সেখানে অভিযান চালিয়ে ফুটবলটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোদাগাড়ী সীমান্ত দিয়ে মাদকের চালান রাজশাহী শহরে প্রবেশ করবে এমন খবর পেয়ে তারা অভিযানে নামে। কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, এবং ফুটবলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় মাদকটি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জব্দকৃত হেরোইন জমা করা হয়েছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
TAGS WordPress