ফারুক-ফাহিমের ঘটনায় লজ্জিত খালেদ মাহমুদ

ফারুক-ফাহিমের ঘটনায় লজ্জিত খালেদ মাহমুদ

এবারের বিপিএলের শুরু থেকেই চার-ছক্কার ধুম চললেও আলোচনা বেশি হচ্ছে মাঠের বাইরের ঘটনা নিয়ে। বিশেষ করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মধ্যকার দ্বন্দ্ব।

রাজনৈতিক পট পরিবর্তনের পর কাঁধে কাঁধ মিলিয়ে বিসিবিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করলেও, সময়ের সঙ্গে তাদের পথ বেঁকে গেছে। ফাহিম অভিযোগ করেন, ফারুক টুর্নামেন্টের শুরুর দিকে তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। যদিও পরে এ বিষয়ে মিটমাট হয়েছে বলে জানান ফারুক। তবে সেই ঘটনার রেশ এখনো শেষ হয়নি।

এই ঘটনার প্রেক্ষিতে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন আজ লজ্জিত হয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘দুজনই সাবেক ক্রিকেটার। তাদের ইগোর সমস্যা কেন হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন। ফাহিম ভাই অনেক সুদূরপ্রসারী পরিকল্পনার কথা বলেছিলেন। কিন্তু এখন দেখছি কাজ না পেলে পদত্যাগের মতো বিষয় উঠে আসছে, যা লোভ-লালসার মতো মনে হচ্ছে।’

খালেদ মাহমুদ প্রশ্ন তুলেছেন, কেন ফাহিম অপারেশন্স পদ না পেলে কাজ করবেন না। তিনি বলেন, ‘আমি অন্য কমিটির চেয়ারম্যান হলে সেখানে সার্ভ করতে পারব না কেন? ফাহিম ভাই কি অপারেশনসের মাস্টার? আকরাম ভাই ছিলেন অপারেশনসের চেয়ারম্যান, কিন্তু তিনি কখনো এমন বলেননি।’

দুজনের দ্বন্দ্বকে ইগো প্রবলেম বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা লজ্জার। আমরা তাদের রেসপেক্ট করি, কিন্তু এ ধরনের ঘটনা দেখে মনে হচ্ছে, আমরা ক্রিকেটাররা কি এতটাই লোভী হয়ে গেছি?’

খালেদ মাহমুদ বলেন, ‘এখন বোর্ড পরিচালনা করতে ফারুক ভাইয়ের কষ্ট হচ্ছে, কারণ নতুন ডিরেক্টরদের নিয়োগ দেওয়া হয়নি, যা তাদের ব্যর্থতা।’

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )