প্রেমের গুঞ্জন, ভিডিওর সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনলেন পরীমনি!

প্রেমের গুঞ্জন, ভিডিওর সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনলেন পরীমনি!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ভক্তদের মাঝে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন। গত সোমবার (১৮ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি”। ভিডিওতে গাড়ির জানালায় দুই হাতের আলিঙ্গনের দৃশ্য দেখা যায়। এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা।

অনেকে ধারণা করেছিলেন, পরীমনি হয়তো নতুন সম্পর্কে জড়িয়েছেন। ভক্তরা মন্তব্যে অভিনন্দন জানানোর পাশাপাশি সতর্কবার্তাও দেন। তবে পরদিন রাতেই পুরো ভিডিও প্রকাশ করে বিষয়টি ঠাট্টা বলে জানান তিনি।

ভিডিওর সত্যতা
পরীমনির প্রকাশিত পুরো ভিডিওতে দেখা যায়, রহস্যময় সেই ব্যক্তি আসলে তার নতুন কস্টিউম ডিজাইনার। অভিনেত্রী ক্যাপশনে মজা করে লিখেছেন, “প্রাংকটা কি একটু বেশি হলে গেছিলো?”

অনুরাগীদের প্রতিক্রিয়া
পরীমনির এই খোলাসা করার পর গুঞ্জনের ধোঁয়াশা কাটে। অনেক ভক্ত মন্তব্য করেন, এরপর সত্যি প্রেম করলেও মানুষ আর সহজে বিশ্বাস করবে না।

পরীমনির কাজ নিয়ে আপডেট
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, যেখানে তিনি অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন। থ্রিলারধর্মী এই সিরিজটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর।

এই প্রাংক ও সিরিজের সাফল্যে পরীমনি বেশ আলোচনায় রয়েছেন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )