
প্রাথমিক বিদ্যালয়ে আগুন, দৌড়ে পুকুরে নামা যুবককে নিয়ে রহস্য
ময়মনসিংহের ভালুকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের বই, খেলনা ও আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১১৭ নম্বর দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় আমান উল্লাহ (২৭) নামে এক যুবক বিদ্যালয় থেকে দৌড়ে পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে তাকে ভালুকা মডেল থানার পুলিশ আটক করে।
আমান উল্লাহ উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মুখলেছুর রহমানের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন লাগানোর কথা স্বীকার করেছেন, তবে প্রশ্নের জবাবে এলোমেলো উত্তর দিচ্ছেন, যা রহস্য সৃষ্টি করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, “প্রাক-প্রাথমিক শ্রেণির কক্ষে থাকা শিক্ষার্থীদের বই, খেলনা ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে বিদ্যালয়ের পুরো দেয়াল কালো হয়ে গেছে, জানালার কাচ ভেঙে পড়েছে এবং রং নষ্ট হয়ে গেছে। পুনরায় সংস্কারের জন্য প্রায় দুই-তিন লাখ টাকা প্রয়োজন হতে পারে।”
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানিয়েছেন, “অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”
ভালুকা মডেল থানার এসআই আমিনুল ইসলাম বলেন, “আমান উল্লাহকে আটক করা হয়েছে। তিনি আগুন লাগানোর কথা স্বীকার করেছেন, তবে তার বক্তব্য অসংলগ্ন। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।