প্রশাসনের অভিযানে বাধা, যুবদল নেতা বহিষ্কার

প্রশাসনের অভিযানে বাধা, যুবদল নেতা বহিষ্কার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নেতাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা ও হামলার চেষ্টা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানের সময় উচ্ছৃঙ্খল জনতা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রশাসনের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, সরকারি কাজে বাধা ও আক্রমণের চেষ্টা করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় গাঁওকান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ঘটনার পর উপজেলা যুবদলের সিদ্ধান্তে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শাহজাহান মিয়াকে বহিষ্কার করা হয়।

এদিকে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ড্রেজারসহ সব মালামাল জব্দ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )