প্রভাবশালীদের হাতে আটকা ব্যাংকের ৭৬ হাজার কোটি টাকা!
কিছু প্রভাবশালী গ্রাহক আদালত থেকে স্টে অর্ডার নিয়ে ব্যাংকের প্রায় ৭৬ হাজার কোটি টাকা আটকে রেখেছেন। ব্যাংক কর্মকর্তাদের মতে, এই ঋণগুলোর বেশিরভাগই খেলাপি হওয়ায় এবং আদালতের স্থগিতাদেশ থাকার কারণে দীর্ঘদিন ধরে তা আদায় সম্ভব হচ্ছে না, যা ব্যাংকের তারল্য সংকট ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, অনেক প্রভাবশালী ব্যবসায়ী বিচারব্যবস্থার ধীর গতির সুযোগ নিয়ে ঋণ পরিশোধে বিলম্ব করছেন। এর ফলে সামগ্রিকভাবে অর্থঋণ আদালতে ঋণ সংক্রান্ত মামলার সংখ্যা ও টাকার পরিমাণ দিন দিন বাড়ছে। মার্চ ২০২৩-এর শেষ নাগাদ অর্থঋণ আদালতে মামলা হয়েছে দুই লাখ সাত হাজার ৫৯৩টি, যেখানে আটকে আছে দুই লাখ ৩৬ হাজার ৪৮৯ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে মামলার সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার, আর টাকার পরিমাণ বেড়েছে ১০ হাজার ১৯৭ কোটি।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন বলেন, অর্থঋণ আদালতের সংখ্যা এবং লোকবলের অভাবের কারণে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা যায়। তিনি জানান, কোনো ঋণগ্রহীতা উচ্চ আদালতে রিট করতে চাইলে যেন মোট ঋণের নির্দিষ্ট অংশ জমা রাখার বিধান করা হয়। এই ব্যবস্থা চালু হলে ব্যাংকগুলো সহজে অর্থ আদায় করতে পারত এবং দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতি অনেকটা সুরক্ষিত থাকত।