প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের বৈঠক, স্বাস্থ্য খাতে সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের বৈঠক, স্বাস্থ্য খাতে সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করে ড. ইউনূস বলেন, ‘সরকার পরিচালিত স্বাস্থ্য কর্মসূচি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। স্বল্প সম্পদের এই খাতকে পুনর্গঠনে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে নার্স সংকট প্রকট। আমরা শুধু বাংলাদেশের চাহিদা নয়, বিশ্বজুড়ে নার্সিং পেশায় দক্ষ জনবল গড়ে তুলতে চাই।’

প্রধান উপদেষ্টা ওষুধ শিল্প প্রসঙ্গে বলেন, ‘বিশ্বব্যাপী সাশ্রয়ী ভ্যাকসিন উৎপাদনে পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে আমরা ওকালতি করছি, যাতে প্রতিটি দেশ সামাজিক ব্যবসার মডেলে ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হয়।’

বৈঠকে ব্যারনেস উইন্টারটন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ ও বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট।’

দুই পক্ষই শিক্ষা, টেক্সটাইল, প্রতিরক্ষা ও বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )