প্রথমার্ধেই ভুটানের জালে পাঁচ গোল বাংলাদেশের
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধেই ৫-১ গোলের বড় ব্যবধানে এগিয়ে গেছে। সপ্তম মিনিটেই ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো শটে গোলের সূচনা করে বাংলাদেশ। এরপর তহুরা খাতুন ও সাবিনা খাতুনের জোড়া গোল বাংলাদেশকে প্রথমার্ধেই অসাধারণ লিড এনে দেয়।
বাংলাদেশের কোচ আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে সাগরিকাকে খেলানোর সিদ্ধান্ত নেন, যিনি আগেও ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। জ্বরে আক্রান্ত হলেও অধিনায়ক সাবিনা খাতুন শুরু থেকেই মাঠে ছিলেন।
খেলার ৭ মিনিটে তহুরার পাস থেকে বাম পায়ের শটে ঋতুপর্ণা গোল করলে ম্যাচের প্রথম লিড নেয় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে শিউলির পাস ধরে তহুরা নিজের তৃতীয় গোলটি করেন। সাবিনা ২৬ ও ৩৭ মিনিটে দুটি গোল করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিরতিতে যাওয়ার আগে ডেকি লাহাজোনের একটি গোলের মাধ্যমে ভুটান কিছুটা ব্যবধান কমায়।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণ চালিয়ে বড় জয় নিশ্চিত করতে চাইবে বাংলাদেশের মেয়েরা।