প্রতিপক্ষের হামলায় গেল কৃষকের প্রাণ
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা মারা গেছেন। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীঘল গ্রামে মোক্তার মোল্লা ও মাহতাব মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার (৬ ডিসেম্বর) এ বিরোধ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা।
প্রথমে তাকে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষের কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।