
পৈতৃক জমি নিয়ে বিরোধ, পপির বিরুদ্ধে পরিবারের জিডি
জনপ্রিয় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন।
জিডির তথ্য অনুযায়ী, সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল ও কয়েকজন সহযোগীকে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এলাকায় জমি দখলে যেতে যান। বাধা দিলে পরিবারের সদস্যদের হুমকি দেন তিনি।
এ বিষয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, “আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে, বাবার জমি দখলের চেষ্টা করছে। এই বয়সে আমরা কোথায় যাব?”
মেজো বোন ফিরোজা পারভীন বলেন, “আমরা চার বোন, দুই ভাই। পপি ছাড়া সবাই একসঙ্গে আছি। বাবার মৃত্যুর পর থেকেই সে আমাদের হয়রানি করছে। তার স্বামীসহ খুলনায় অবস্থান করে আমাদের হত্যার হুমকিও দিয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
তিনি আরও জানান, বিষয়টি নায়ক আলমগীর ও জায়েদ খান জানেন এবং আলমগীর সাহেব পপিকে সমাধানের জন্য বলেছিলেন, তবে তাতেও কোনো কাজ হয়নি।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে পপি চলচ্চিত্রে পা রাখেন। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুলি’, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করা এই নায়িকা বেশ কয়েক বছর ধরে আড়ালে রয়েছেন।