পূজা দেখতে বের হয়ে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুর্গাপূজার প্রতিমা দেখতে বের হওয়া এক বাবা-ছেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সল্লা এলাকায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় তাদের অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ছয়জন আহত হন।
নিহতরা হলেন ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের অটোরিকশাচালক শওকত মণ্ডল (৫০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার গৌরাঙ্গ দাস নয়ন (৩৫) ও তার ছেলে রুদ্র দাস (১৩)। গৌরাঙ্গ দাস তাঁর ছেলেকে নিয়ে দুর্গাপূজা উপলক্ষে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও পরিবার জানায়, দুর্ঘটনাটি ঘটে যখন গৌরাঙ্গ দাস তার ছেলে এবং অন্যদের নিয়ে দেউপুর পূজামণ্ডপ থেকে অটোরিকশায় সল্লায় ফিরছিলেন। পথে মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী অরিণ ট্রাভেলস পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নয়ন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রুদ্র ও শওকতকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তবে ঢাকা স্থানান্তরের পথে তাদের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।