পুরান পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

পুরান পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান পল্টনের মানিকগঞ্জ ভবনে লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সক্রিয়ভাবে কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, “এক ঘণ্টার চেষ্টায় পুরান পল্টনের মানিকগঞ্জ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।” তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )