পিকআপ ভ্যানের ধাক্কায় করিমন চালকের মৃত্যু
ঝিনাইদহের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম লস্কর (৪১) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পোড়াহাটি তিন মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রীফলতোলা গ্রামের সাত্তার লস্করের ছেলে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
আরাপপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মনির উদ্দিন জানান, আমিনুল তার করিমন নিয়ে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিন মাইল এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে এসে করিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমিনুল মারা যান।
পরবর্তী পদক্ষেপ
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন ও চালক বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আরাপপুর হাইওয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যানবাহনের প্রতি সতর্ক নজরদারি এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।