পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে বৈশাখী মেলা ও উৎসবের বর্ণিল আয়োজন

পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে বৈশাখী মেলা ও উৎসবের বর্ণিল আয়োজন

বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব—বাংলা নববর্ষ। এ উপলক্ষে ঢাকার অন্যতম অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং মল আয়োজন করেছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও উৎসব।

রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পান্থপথে অবস্থিত শপিং মলটিতে চলবে এই উৎসবের আয়োজন। মেলাটি সাজানো হয়েছে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যের রঙে। আয়োজনটিকে ঘিরে তৈরি হয়েছে এক চমৎকার সাংস্কৃতিক ও সম্প্রীতির মিলনমেলা।

এই বৈশাখী আয়োজনে থাকছে—চুড়ি, ফুল, দেশীয় পোশাক, ঐতিহ্যবাহী খাবার, হাওয়াই মিঠাই, চোল-চুলি, আর সঙ্গে ফ্ল্যাশ মব পারফরম্যান্স। এছাড়া শপিং, থিম পার্কে আনন্দঘন সময় কাটানো কিংবা সিনেমা দেখার সুযোগ তো থাকছেই।

বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এ আয়োজনের মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহ্য ও সংস্কৃতির মর্ম বুঝে আনন্দ উদযাপন করতে পারবেন। বৈশাখের এই আনন্দ ভাগ করে নিতে সবাইকে মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )