পরিচয় গোপন করে নির্বাচন অফিসে এসে আটক রোহিঙ্গা যুবক

পরিচয় গোপন করে নির্বাচন অফিসে এসে আটক রোহিঙ্গা যুবক

চট্টগ্রামের পটিয়ায় মো. সাবের (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিসে পরিচয় গোপন করে আসার পর তাকে আটক করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাবের নামের ওই ব্যক্তি অন্য এক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এনআইডি কার্ড ব্লক কেন হয়েছে, তা জানতে এবং ব্লক খুলে দেওয়ার অনুরোধ জানাতে নির্বাচন অফিসে আসেন। তথ্য যাচাই-বাছাই করার সময় দেখা যায়, আনোয়ার কামাল ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ায় তার এনআইডি কার্ড ব্লক করা হয়েছিল। সন্দেহ হওয়ায় মো. সাবেরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, নির্বাচন অফিসের খবর পেয়ে মো. সাবেরকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )