পরবর্তী বিয়ে নিয়ে যা বললেন তনি

পরবর্তী বিয়ে নিয়ে যা বললেন তনি

সম্প্রতি আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি তার স্বামী শাহাদাৎ হোসাইন এর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। এ বিষয়ে নেটিজেনদের উদ্দেশ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন তনি।

১৮ জানুয়ারি, শনিবার, তনি তার স্বামীর হাসপাতালে তোলা একটি ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, “মিশন সাকসেসফুল- এই ছবিটা পোস্ট করে যারা এইসব লিখেছেন, আমি জানতে চাই মিশন সাকসেসফুল কি! একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাব না।”

তিনি আরও লেখেন, “যারা আমার পরবর্তী বিয়ে নিয়ে চিন্তা করছেন, তাদেরকে বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন, যদি নিজের বিষয়ে ৫০% ভাবতেন, তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না। আমি অনেক ভাগ্যবতী, আমার স্বামী এমন একজন মানুষ ছিলেন, যার ভালোবাসা আমাকে সারাজীবন বাঁচিয়ে রাখবে। আল্লাহর রহমত ছাড়া আমার জীবন চলার জন্য আর কারো প্রয়োজন নেই।”

নিজের জীবনযাপন ও শোকভার সামলানোর কথা উল্লেখ করে তনি বলেন, “স্বামীর মৃত্যুর পর যে মানসিক ও শারীরিক সংগ্রাম আমাকে করতে হয়েছে, তা অনেকেই বুঝতে পারবেন না। ব্যাংককে আমার স্বামীর চিকিৎসা নিয়ে শারীরিক ও আর্থিকভাবে কতটা চাপ ছিল, তা সহজে বোঝা যায় না।”

তনি তার পোস্টে আরও লেখেন, “আমার প্রফেশন, আমার পোশাক, আমার লাইফস্টাইল সম্পর্কে যেসব কথা হচ্ছে, আমি তা সবাইকে পরিষ্কার করতে চাই। আমার জীবন আয়নার মতো পরিষ্কার এবং আমি যেমন, তেমনই থাকতে চাই।”

শেষে তনি সকলকে শান্ত হতে এবং নিজেকে নিয়ে চিন্তা করতে পরামর্শ দিয়ে বলেন, “জীবন অনেক ছোট, আল্লাহর রহমতে আমি অনেক ভালোবাসার মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আপনাদের দোয়ায় আমার জীবন চলবে ইনশাল্লাহ।”

রোবাইয়াত ফাতিমা তনি তার প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। গত ১৫ জানুয়ারি, বুধবার, তনি তার ফেসবুক আইডিতে স্বামীর মৃত্যুর খবর জানান, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (1 )