
নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসি দুই বাসে আগুন
নোয়াখালীতে বিআরটিসি বাসে আগুন, সোনাপুর বাস ডিপো অগ্নিকাণ্ড, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস—সব মিলিয়ে গভীর রাতে আতঙ্ক নেমে এসেছে জেলার গণপরিবহন খাতে। সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাস ডিপো সূত্র জানায়, প্রতিদিনের মতো সোনাপুর বিআরটিসি ডিপোতে রাতে ২১টি বাস পার্কিং ছিল। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হঠাৎ এগিয়ে এসে ডিপোর ভেতরে থাকা দুটি বাসে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ডিপো এলাকায় আতঙ্ক তৈরি হয়।
স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় এবং খবর দেয় ফায়ার সার্ভিসে। মাইজদী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিপোর ভেতরে থাকা অন্যান্য বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ অগ্নিকাণ্ডে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস হিসেবে ব্যবহৃত বিআরটিসির দুইটি বাস পুড়ে যায়। সম্পূর্ণ দগ্ধ হয়ে যাওয়ায় বাস দুটি আর চলাচলের উপযোগী নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ডিপোতে চলে আসি। সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুব দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কীভাবে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এখনো আমাদের সদস্যরা সেখানে অবস্থান করছেন। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ, নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে—বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নোয়াখালীতে বিআরটিসি বাসে আগুনের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।’

