নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকারের অভিযোগ
নেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে হাজারো হেক্টর জমির বোরো ফসল উৎপাদন হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে লিখিত অভিযোগ করেছেন আপনুজ্জামান নামের এক ব্যক্তি।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের সামলে বিশাল হাওরের ফসলি জমি রক্ষা করার জন্য নির্মিত বাঁধটি মাছ ধরার উদ্দেশ্যে কেটে দেওয়া হয়েছে। এ হাওরে পাঁচহাট গ্রামসহ আশপাশের গ্রামের কৃষকদের হাজারো হেক্টর জমি রয়েছে।
জলমহালের ইজারাদার বয়রা মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে মাছ ধরার জন্য ফসল রক্ষা বাঁধ কেটে ভিম জাল বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বিরুদ্ধে। এতে করে হাওরের জমিগুলোতে সেচের পানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযুক্ত আব্দুস সামাদ বলেন, “বর্ষার পানিতে বাঁধ ভেঙে গেছে। আমার জলমহালের পাশে ভেঙে যাওয়া অংশে জাল দিয়ে মাছ আটকে রেখেছি। আমি কোনো বাঁধ কেটে দিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, “বাঁধ পরিদর্শন করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় কৃষকরা শঙ্কিত হয়ে তাদের জমির ভবিষ্যৎ উৎপাদন নিয়ে উদ্বিগ্ন। তারা বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।