নেইমারের ফেরা নিয়ে সুখবর দিলেন আল হিলাল কোচ
চোটের কারণে দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমারের মাঠে ফেরার সুখবর দিলেন তার ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর থেকে ফুটবলপ্রেমীরা তার ফেরার অপেক্ষায় ছিলেন।
কোচ জেসুস জানিয়েছেন, নেইমার এখন সম্পূর্ণ সুস্থ এবং অনুশীলনেও যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগের আল আইনের বিপক্ষে ম্যাচে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও তার খেলার ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা দেননি কোচ। তবে সবকিছু ঠিক থাকলে পরের ম্যাচে তিনি দলে থাকতে পারেন।
সৌদি প্রো লিগে এখনো নেইমারকে নিবন্ধিত করতে পারেনি আল হিলাল, তবে এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য তাকে নিবন্ধিত করা হয়েছে। গত মাসেই তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং ব্রাজিল টিম ম্যানেজমেন্টও তাকে আগামী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য বিবেচনা করছে।
ব্রাজিল দলের চিকিৎসক লাসমারও নেইমারের ফিটনেসের অবস্থা পর্যালোচনা করতে সৌদি আরবে যাবেন বলে জানানো হয়েছে। তার অনুমতির পরই আল হিলালের চূড়ান্ত স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।