
নীল সাগরের সৈকতে ভালোবাসার রঙে মিম
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ভালোবাসা দিবসটি উদযাপন করেছেন মালদ্বীপের মনোরম সৈকতে, স্বামী সনি পোদ্দারের সঙ্গে। বেশ কয়েকদিন ধরে এই তারকা দম্পতি মালদ্বীপে রয়েছেন, সম্ভবত বিশেষ এই দিনে একান্তে কিছু সময় কাটানোর পরিকল্পনাতেই।
ভালোবাসা দিবসে মিম সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাদের কিছু সুন্দর মুহূর্ত। নীল সাগরের পাড়ে সনি-মিমের রোমান্টিক যুগলবন্দি নজর কেড়েছে ভক্তদের।
লাল টপস, রঙ মিলিয়ে বাঁধা লাল ফিতা আর লো মেকআপে মিম ছিলেন মোহনীয় রূপে। হাতের হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, সৈকতে পায়ের ছাপ ফেলে আসা—সব মিলিয়ে তাদের ভালোবাসার ছবি যেন এক আবেগঘন গল্প বলে দিচ্ছিল।
সেই মিষ্টি মুহূর্ত শেয়ার করে মিম লিখেছেন, সনি তার মন চুরি করেছেন! সঙ্গে দিয়েছেন ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
CATEGORIES বিনোদন