নিজেকে বিজয়ী ঘোষণা করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প
বুধবার ফ্লোরিডার পাম বিচে সমর্থকদের উদ্দেশে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প নিজেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন। তার মতে, আমেরিকার জনগণ একটি শক্তিশালী ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাকে বেছে নিয়েছে এবং তিনি আমেরিকার সেবা অব্যাহত রাখবেন।
ট্রাম্প বলেন, “প্রতিদিন আমি শরীরের সব শক্তি দিয়ে আপনাদের জন্য লড়াই করবো।” এসময় প্রধান কয়েকটি সংবাদমাধ্যম জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় তার বিজয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে, যা তাকে ২৬৭ ইলেক্টরাল ভোটের কাছাকাছি নিয়ে যায়। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস বর্তমানে ২২৪টি ইলেক্টরাল ভোট নিয়ে প্রতিযোগিতায় রয়েছেন।
ভাষণের উল্লেখযোগ্য কিছু অংশ:
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ:
ট্রাম্প বলেন, “আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাই, তারা আমাকে তাদের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এটি আমার জন্য একটি বিরাট সম্মান।”
পপুলার ভোটের আশা:
ট্রাম্প মনে করেন, এবারও পপুলার ভোটে তিনি জয়ী হবেন। তার ভাষ্যমতে, “আমেরিকা আমাদের জন্য অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”
রানিং মেট জে ডি ভ্যান্সের প্রশংসা:
ট্রাম্প তার রানিং মেট জে ডি ভ্যান্সকে “ভালো চয়েস” বলে উল্লেখ করে বলেন যে ভ্যান্স তার ক্যাম্পেইনে অসাধারণ অবদান রেখেছেন।
ইলন মাস্ক সম্পর্কে:
ভাষণের একটি অংশে ইলন মাস্ককে “অসাধারণ ব্যক্তি” ও “স্টার” হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।
আর এফ কে জুনিয়রের প্রসঙ্গ:
ট্রাম্প ইঙ্গিত দেন যে রবার্ট এফ কেনেডি জুনিয়র তার প্রশাসনে স্বাস্থ্যসেবায় কোনো ভূমিকা পালন করতে পারেন। কেনেডি গত আগস্টে ট্রাম্পকে সমর্থন ঘোষণা করেছিলেন।
সূত্র: বিবিসি, ভয়েস অব আমেরিকা