
নারায়ণগঞ্জে ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
নারায়ণগঞ্জে ৬৮ কেজি গাঁজা, আড়াইহাজারে মাদকবিরোধী অভিযান, কাভার্ড ভ্যানে গাঁজা পাচার—এই মাদকচক্রের বিরুদ্ধে চালানো র্যাবের এক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকায় হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে এসব গাঁজা জব্দ করে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদে ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি টিম সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী হলুদ রঙের কাভার্ড ভ্যানটিকে থামানো হয়।
গাড়িচালক মো. শ্রী সাগর চন্দ্র দাস (২৮) প্রথমে গাড়িতে কী বহন করা হচ্ছে, সে সম্পর্কে কোনো সন্তোষজনক তথ্য দিতে না পারায় ভ্যানটি তল্লাশি করে র্যাব। তল্লাশিতে ভেতরে রাখা তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে মোট ৬৮ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই গাঁজাসহ ভ্যান ও চালককে আটক করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এ২২ ফাইভজি মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি সাগর স্বীকার করেছে যে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে গাঁজার এই চালান ঢাকাসহ নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে ৬৮ কেজি গাঁজা জব্দের এই অভিযানের মাধ্যমে মাদকের একটি বড় চালান গন্তব্যে পৌঁছানোর আগেই আটক করা সম্ভব হয়েছে। মাদক পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের পৃথক টিম কাজ করছে।

