
নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি পলিন, সম্পাদক নাফিস
নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহারিয়ার হোসেন পলিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিস ইমতিয়াজ।
সোমবার (২৫ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠনের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য নেতারা হলেন—সিনিয়র সহ-সভাপতি সাবিহা জাকির, সহ-সভাপতি মোস্তাফিদ আল অবিব, তমাল কান্তি রয়, সুমিত চৌধুরী, ফেরদৌস নাভিদ ও কাইফ ইনতিসার তাপরিম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম শিহাব; যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজিদ উৎস, মো. মাহির শাহরিয়ার দিপ্ত, আলভি আহমেদ ভূঁইয়া ও মো. রাকিবুল ইসলাম (তুর্য্য); সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আঞ্জুম খান এবং প্রচার সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. ফাইজুল আজিম।
বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের প্রতি দায়িত্ব পালনে নিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।