নকল পিস্তলসহ গ্রেপ্তার হলেন মাদক ব্যবসায়ী
উত্তরা দক্ষিণখানের তালতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও ছদ্মবেশী ডাকাত মাহমুদুল হাসান মনসুরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর উত্তরা হাজী ক্যাম্পের বিশেষ টহল দল তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। ৪৬ বছর বয়সী মনসুর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে পুলিশের দুটি নকল ইউনিফর্ম, একটি ওয়াকিটকি সেট, তিনটি ধারালো ছুরি, দুটি নকল গাড়ির নাম্বার প্লেট, একটি নকল পিস্তল এবং দুটি পিস্তলের কাভার উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আগেও দুটি ইয়াবা সংক্রান্ত মাদক মামলা এবং পুলিশের পোশাক অবৈধভাবে নিজের কাছে রাখার অভিযোগে একটি মামলা রয়েছে।
মুনসুর নিজেকে “সিএনএন বাংলা” টেলিভিশনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তবে টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাকে চার বছর আগেই বহিষ্কার করা হয়েছে।
গ্রেপ্তারের পর মনসুরকে দক্ষিণখান থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।