ধাক্কা দিয়ে নির্মাণাধীন সরস্বতী প্রতীমা ভাঙলো যুবক, গ্রেপ্তার

ধাক্কা দিয়ে নির্মাণাধীন সরস্বতী প্রতীমা ভাঙলো যুবক, গ্রেপ্তার

ফরিদপুরে কালী মন্দিরে ঢুকে নির্মাণাধীন সরস্বতী প্রতীমা ভাঙচুরের অভিযোগে মো. মিরাজউদ্দীন (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকার কালী মন্দিরে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাজেদপুর গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর শহরে ইজিবাইক চালান।

মন্দির কমিটির সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মন্দিরটি মূল সড়কের পাশে অবস্থিত এবং এর বারান্দা প্রায় ৪ ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। তবে একপাশে ইটের গাঁথুনি না থাকায় সহজেই প্রবেশ করা সম্ভব।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে একটি যাত্রীশূন্য ইজিবাইক মন্দিরের সামনে দাঁড়ায়। এরপর চালক মন্দিরে ঢুকে প্রতীমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

মন্দির কমিটির সদস্য রামচন্দ্র মালো জানান, আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমাটি তৈরি করা হয়েছিল। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারিতেও একই ব্যক্তি ফরিদপুরের ইসকন মন্দিরের সরস্বতী প্রতীমা ভেঙেছিলেন, তবে তখন তাকে পাগল ভেবে ছেড়ে দেওয়া হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত যুবক ইজিবাইক রেখে মন্দিরে ঢুকে প্রতীমা ধাক্কা দিয়ে ফেলে দেন।

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানার ওসি বলেন, “ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।” ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, “সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে যে ওই যুবকই প্রতীমা ভাঙচুর করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 Comments)