দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ)।

বুধবার (১২ মার্চ) লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১০৬ জনসহ মোট ১৭৬ বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরানো হচ্ছে।

প্রত্যাবাসিত বাংলাদেশিরা ১৩ মার্চ রাত ৩টায় লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড২২২) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )