
দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি
লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ)।
বুধবার (১২ মার্চ) লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১০৬ জনসহ মোট ১৭৬ বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরানো হচ্ছে।
প্রত্যাবাসিত বাংলাদেশিরা ১৩ মার্চ রাত ৩টায় লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড২২২) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
CATEGORIES জাতীয়