দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়

মনন রেজা নীড় মাত্র ১৪ বছর তিন মাস বয়সে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন। শুক্রবার, হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে পরাজিত করে তিনি এই শিরোপা লাভ করেন। এই জয় তার দাবা ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে এসেছে।

আন্তর্জাতিক মাস্টার হতে একজন খেলোয়াড়ের ২৪০০ রেটিং এবং তিনটি নর্ম প্রয়োজন হয়। নীড়ের রেটিং ইতোমধ্যেই ২৪৫০, এবং তার দুটি নর্ম আগেই অর্জিত ছিল। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ার পর, এখন আর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অপেক্ষা করতে হবে না।

নীড় তার এই অর্জনের মাধ্যমে ভেঙেছে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড। নিয়াজ মোর্শেদ ১৫ বছর পাঁচ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার শিরোপা পেয়েছিলেন।

গত জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে নীড় জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হিসেবে আরো এক ধাপ এগিয়ে গেছেন তিনি। আজ হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে পরাজিত করতে পারলে, তার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও অর্জিত হবে।

এই সাফল্যের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচে। নীড় ছাড়া বাকি চারজন হলেন- জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর এবং ফাহাদ রহমান।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )