দেবিদ্বারে ‘আজাদ পরিবার’ একচ্ছত্র ক্ষমতায়, প্রশ্ন উঠেছে সম্পদ ও প্রভাব নিয়ে

দেবিদ্বারে ‘আজাদ পরিবার’ একচ্ছত্র ক্ষমতায়, প্রশ্ন উঠেছে সম্পদ ও প্রভাব নিয়ে

কুমিল্লার দেবিদ্বারে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর পরিবার। স্থানীয় রাজনীতিতে একাধিপত্য বিস্তার এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকে আজাদের বাবা নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং পরে ২০১৬ সালে চেয়ারম্যান পদে দায়িত্ব নেন। এরপর একে একে পরিবারটির সদস্যরা ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন আবুল কালাম আজাদ। ২০২৪ সালের মে মাসে তাঁর ভাই মামুনুর রশিদ নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান হিসেবে।

দলের অভ্যন্তরেও আজাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। গেল বছর ৭ মার্চ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভায় জেলা সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এতে দলীয় নেতাকর্মীরা আহত হন এবং আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আজাদের বিরুদ্ধে আরও রয়েছে গুরুতর অভিযোগ। গণ-অভ্যুত্থান চলাকালে সহিংসতার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে হত্যাচেষ্টা ও হত্যা মামলার অভিযোগও।

দাবি করা হচ্ছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজাদ পরিবারের সদস্যরা বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় রয়েছে তাঁদের নামে-বেনামে ফ্ল্যাট ও জমি। কিছু গণমাধ্যম সূত্র বলছে, বিদেশে পাচার হয়েছে সরকারি-বেসরকারি ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আবুল কালাম আজাদ কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি পরিবারের এই ধরনের একচ্ছত্র ক্ষমতা ও সম্পদ আহরণ স্থানীয় গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি স্বরূপ। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে আইনি ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )