দুই শিশুসহ নায়াগ্রা জলপ্রপাতে মায়ের ‘ঝাঁপ’, মৃত ঘোষণা করল পুলিশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নায়াগ্রা জলপ্রপাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার রাতে এক মা তার দুই শিশুকে নিয়ে ২০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন, যা দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত। নিহত মা চিয়ান্তি মিন্স (৩৩) এবং তার সন্তানদের মধ্যে বড় ছেলের বয়স ৯ বছর ও ছোট মেয়ের বয়স মাত্র ৫ মাস। লুনা দ্বীপের গার্ডেল এলাকা থেকে এই ঘটনার পর থেকে তাদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালানো হলেও বুধবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
চিয়ান্তি মিন্স পেশায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরামর্শদাতা হিসেবে কাজ করতেন এবং বাফেলো থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। তার বন্ধুরা শোক প্রকাশ করে বলেছেন, এমন ঘটনা শুনে তারা মর্মাহত ও বাকরুদ্ধ। নিউইয়র্কের নায়াগ্রা জলপ্রপাত পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান, যা প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকে।
এ ঘটনা তদন্তাধীন থাকলেও এর প্রকৃত কারণ এখনও অস্পষ্ট। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নায়াগ্রায় এ ধরনের ঘটনা কয়েকবার ঘটেছে, যা স্থানীয়ভাবে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।