দুই ভাগে মুক্তি পাবে রণবীরের ‘রামায়ণ’
ভারতের মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে বলিউড পরিচালক নিতেশ তিওয়ারি নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র, যেখানে রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে, আর রাবণের চরিত্রে থাকছেন কেজিএফ খ্যাত যশ। ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে, এবং এবার ঘোষণা এসেছে সিনেমাটি দুই ভাগে মুক্তি পাবে।
প্রযোজক সংস্থা ও নিতেশ তিওয়ারির পক্ষ থেকে জানানো হয়, প্রথম অংশ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে অন্যতম হবে এই ‘রামায়ণ’; প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৮৩৫ কোটি রুপি, তবে সেটি আরও বাড়তে পারে।
এর আগে আর্থিক সংকটের কারণে সিনেমার শুটিং বন্ধ হওয়ার গুঞ্জন শোনা গেলেও, সম্প্রতি সেই সমস্যার সমাধান হয়েছে। যশ জানিয়েছেন, ইতিমধ্যেই সিনেমার ভিএফএক্সের কাজও শুরু হয়েছে। তবে সিনেমার স্বত্ব নিয়ে প্রযোজনা সংস্থা প্রাইম ফোকাস টেকনোলজিস ও মধু মন্টেনার মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। তবে যশ ও নিতেশ তিওয়ারির সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, আপাতত রামায়ণের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
বলিউডে রণবীর কাপুরের এই ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীপাবলিতে সিনেমাটি বলিউডে বিশেষ উৎসবের আমেজ নিয়ে আসবে বলে আশা করছেন সবাই।