দুঃখজনক, আমরা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি : বদিউল আলম

দুঃখজনক, আমরা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি : বদিউল আলম

নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেছেন, “অত্যন্ত দুঃখজনক যে আমরা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি।”

বুধবার (১২ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ) আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, “দেশ, রাজনীতি ও সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার, প্রতিষ্ঠান, গণপরিবহন ও সড়কে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। নারীদের অবস্থান ও কল্যাণের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও অবদানের পরও আজ আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না, যা অত্যন্ত হতাশাজনক। নারীদের প্রতি যে কোনো অন্যায়-নিপীড়ন রুখতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )